মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeজাতীয়সখীপুরে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন সমাবেশ

সখীপুরে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন সমাবেশ

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সাগরদিঘী সড়কে উপজেলার বড়চওনা বাজার এলাকায় কালিয়া ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় সখীপুর-ঢাকা ও সখীপুর-টাঙ্গাইলগামী বাস, ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারসহ দু‘দিকে কয়েক শতাধিক যান আটকে পড়ে।
মানববন্ধন শেষে আজাদ হীরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, ব্যবসায়ী নেতা আবদুস সাত্তার, কলেজ শিক্ষক খান মোহাম্মদ সেলিম, কেবিএম রুহুল আমিন, আলমাস আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, শরিফুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -