নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর শহরের ঐতিহ্যবাহী উপজেলা পরিষদ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ টুর্ণামেন্ট চলবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এসময় প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, শামীম আল মাসুদ রানা, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাজী নূরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামি ২৪ জুন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ওইদিন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে।