এম সাইফুল ইসলাম শাফলু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনু্র্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি মুজিব কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে করেন অনুষ্ঠানে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অফিসার ইনচার্জ রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সরকারি মুজিব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হোসাইন, কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান,কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।