মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪
Homeজাতীয়সখীপুরে বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

সখীপুরে বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নলুয়া বাজার বণিক সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি-সম্পাদক পদসহ ৯ পদে ২১০ জন বণিক তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে এসএম আসাদুজ্জান শাহাজাহান, সম্পাদক পদে ডিএম শাহীনুর রহমান শাহিন, সহ-সভাপতি পদে মো. আবুল হোসাইন আকাশ এবং পরিচালক পদে খন্দকার শাহজাহান সিরাজ, আবদুল গফুর মিয়া, মো. আবু সাঈদ খান, হারুন অর রশিদ, শ্রী সুন্দর কুমার রায় ও ফয়সাল আহমেদ বিজয় লাভ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার খোদেজা খানম।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -