বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ

সখীপুরে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ২০২২-২৩ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির আওতায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। এসময় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ।

এসময় ৩০জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিন ক্যাটাগরিতে ২৩০ জন শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -