এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে লোহার পাইপের ভেতরে ম্যাচের বারুদ ঢুকিয়ে খেলতে গিয়ে রাব্বি (১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় রাকিব (১৬) নামের আরেকজন আহত হয়। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নলুয়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাব্বিকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে একটি পাইপ ও বিচ্ছিন্ন হওয়া হাতের আঙ্গুল উদ্ধার করেছে। আহত রাব্বি নলুয়া তালতলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে নলুয়া বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুশিল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাব্বি তার বন্ধু রাকিবকে সঙ্গে নিয়ে একটি পুরাতন লোহার রডের ভেতর ম্যাচের বারুদ ঢুকিয়ে আগুন দেয়। এ সময় পাইপ ফেঁটে বিকট শব্দ হয় এবং রাব্বির ডান হাতের আঙ্গুল সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। অপর সহপাঠী রাকিবও আহত হয়। বিস্ফোরণের শব্দে প্রতিবেশী লোকজন ছুটে এসে গুরুতর আহত রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
সখীপুর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে একটি পুরাতন পাইপের খন্ড ও বিচ্ছিন্ন হওয়া হাতের একটি আঙ্গুল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।