রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শীর্ষক আলোচনা

সখীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শীর্ষক আলোচনা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
“বাল্যবিয়ে বন্ধ করি শিশু অধিকার সুরক্ষা করি” এ বিষয় কে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও বাল্যবিবাহের কুফলের ভিডিও চিত্র প্রদশর্নী হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা প্রতিনিধি মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মৌসুমী সরকার রাখী। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, ছবুর রেজা, সখীপুর প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, সম্পাদক এনামুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম, জেলা জেন্ডার জেস্টিস অ্যান্ড ডাইভারসিটির ব্যবস্থাপক গোলাম জাকারিয়া , উপজেলা জেন্ডার জেস্টিস অ্যান্ড ডাইভারসিটির ব্যবস্থাপক আশরাফ আলী শেখ প্রমুখ।
সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -