শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী

সখীপুরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির শিক্ষার্থী

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির এক শিক্ষার্থী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরার নির্দেশে এ বাল্য বিবাহ বন্ধ করা হয়।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে প্রবাসী আল-আমীনের (২৮) সঙ্গে ওই এলাকার ব্যবসায়ী দুলাল হোসেনের মেয়ে মিতু আক্তারের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের ও মেম্বারের সহযোগিতায় ওই দিন সন্ধ্যায় বাল্য বিবাহ বন্ধ করার নির্দেশ দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, মিতু বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৮ বছর না হওয়ায় মুচলেকা নিয়ে বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -