এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে দ্বিতলা বাসার ছাদ থেকে পড়ে জাকিয়া আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিয়া আক্তার ওই ওয়ার্ডের হোটেল ব্যবসায়ী কাঞ্চন মিয়ার মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে বাসার ছাদে খেলা করার সময় অসাবধতাবশত দুতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় জাকিয়া আক্তার। তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।