নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিএনপির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের সখীপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি । শনিবার বিকালে পৌর শহরের জেলখানা মোড় থেকে শুরু হয়ে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সৌখিন মোড় এলাকায় গিয়ে সমাবেশ করে।
টাঙ্গাইল জেলা বিএনপির সহ সভাপতি শাহজাহান সাজুর সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, হাজি আঃ গনি, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, যুবদল সভাপতি তোফাজ্জল হোসেন, সম্পাদক ফরহাদ ইকবাল প্রমূখ।