রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeআন্তর্জাতিকসখীপুরে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সখীপুরে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে তীব্র তাপদাহে বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিংয়ের প্রতিবাদে এলাকাবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার সখীপুর-ঢাকা সড়কের শোলাপ্রতিমা  চৌরাস্তা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি  গোলাম মোস্তাফার সভাপতিত্বে শোলাপ্রতিমা, প্রতীমাবংকী, বোয়ালী, লাঙ্গুলিয়া, দেওবাড়ি ও দাড়িয়াপুর গ্রামের প্রায় দুই শতাধিক কৃষক,ব্যবসায়ীসহ সর্বসাধারণ অংশ নেয়।

মানববন্ধনে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়ে অন্যদের মধ্যে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিদ্দিকী, যুব লীগের সভাপতি শাহআলম শিকদার, কৃষক সাইদুল ইসলাম সিদ্দিকী, আবুল কাশেম, আবু তালেব, জাফর আহমেদ, আবদুল মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় তারা তাদের বক্তব্যে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং এর কারণে কৃষি জমি ফেটে যাচ্ছে, পোল্ট্রি খামারে লেয়ার ও বয়লার মুরগী মরে যাচ্ছে, শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা হা হুতাশ করছেন। এছাড়া বিদ্যুতের অভাবে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুক্ষিণ হয়ে প্রায় পথে বসার উপক্রমের কথা তুলে ধরেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -