রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎপৃষ্টে লাইনম্যানের মৃত্যু

সখীপুরে বিদ্যুৎপৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. শরিফ হোসেন খাঁন (২০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ইন্দারজানি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফ হোসেন আদানী-ভুয়াইদ গ্রামের শিবা খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে শরিফ মেইন লাইন থেকে একটি বাড়িতে বিদ্যুত সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারে তার হাতে স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -