শনিবার, নভেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইন মানের মৃত্যু

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইন মানের মৃত্যু

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (২৫) নামের এক পল্লীবিদ্যুতের লাইন ম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঘেচুয়া এলাকায় গ্রাহকের বিদ্যুতের লাইন মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাম্বার ওপর থেকে নীচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলাম কিশোরগঞ্জের হোসেন পুর এলাকার আবদুর রাজ্জাকে ছেলে। সে পল্লী বিদ্যুতের বাসাইল জোনাল অফিসের অধিনে প্রতীমাবংকী অভিযোগ কেন্দ্রে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -