এম সাইফুল ইষলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্টে গইফা মিয়া (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গইফা মিয়া ওই গ্রামের মৃত খরু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গইফা মিয়া নিজ বাড়ির বৈদ্যুতিক খুঁটি মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।