ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার তৈলধারা বাজার এলাকায় যুবসমাজের উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে এ সেবা দেওয়া হয়। ক্যাাম্পে ৯৫ জনকে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান ও ২১জনকে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। এ সময় উপজেলা ড্রাগ এন্ড ক্যামিষ্টরে সভাপতি দেলোয়ার হোসেন, কবি সাহ-আলম সানি, মো. আল-আমিন, ফেরদৌস বাপ্পী, আ. রশিদ পীরসাহেব উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. তারিকুল ইসলাম।