টাঙ্গাইলের সখীপুরে নুরজাহান বেগম (৩২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার উপজেলার আদানী-ভাতগড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান ওই এলাকার নুরমোহাম্মদ মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ভালুকা উপজেলার তামাইট এলাকার মজিবুর রহমানের ছেলে মো.নাসির হোসেন সঙ্গে নুরজাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকে নাসির ঘরজামাই হিসেবে ভাতগড়া এলাকায় থাকতেন। রোববার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী নাসির হোসেনের সঙ্গে নুরজাহানের কথাকাটাকাটি হয়। এর কিছুক্ষণ পরেই নুরজাহান বিষপান করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোববার রাত ৩টায় তার মৃত্যু হয়। সখীপুর থানার ওসি (তদন্ত) আশরাফ আলমগীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।