এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে বিষ প্রয়োগে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূবৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার প্রতীমাবংকী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুরের মালিক ওই গ্রামের আবদুর রশিদ মিয়া সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার প্রতীমাবংকী পশ্চিমপাড়া গ্রামের আবদুর রশিদের এক একর সীমানার একটি পুকুরে কে বা কারা মাছ নিধনের বিষ প্রয়োগ করে। শনিবার সকালে ঘুম থেকে ওঠে পুকুরে মাছের খাবার দিতে গেলে আবদুর রশিদ মিয়া সমস্ত পুকুরে মরে যাওয়া মাছ ফেসে ওঠতে দেখতে পান। এতে পুকুরে থাকা ১০ হাজার পাঙ্গাস মাছ, ৩০ হাজার তেলাপিয়া ও ১৫ হাজার অন্যান্য প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরিবেশ স্বাভাবিক রাখতে মরা মাছগুলো মাটির নীচে পুতে ফেলা হয়েছে।
পুকুর মালিক আবদুর রশিদ জানান, ধার দেনা করে পুকুরে মাছের চাষ করেছিলাম। যারা বিষ প্রয়োগে আমার এমন সর্বনাশ করলো আল্লাহ যেন তাদের বিচার করেন।
সখীপুর থানার (ওসি) মাকছুদুল আলম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।