নাছিরুল ইসলামঃ টাঙ্গাইলের সখীপুরে বি.সি বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত ভোট গ্রহণ চলে । এতে অভিবাবক সদস্য পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্ধীতা করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মো. ওমর ফারুক, মো. আবুল কালাম, মো. তোতা মিয়া, আসাদুজ্জামান বিজয়ী হন এবং সংরক্ষিত অভিভাবক সদস্য পদে বিউটি আক্তার নির্বাচিত হন। আগামি সাত দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত করা হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাজাহান ভূইয়া বলেন, সকল প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।