এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মঙ্গলবার দুপুর থেকে বিয়ের দাবিতে কলেজ ছাত্রী তাসলিমা আক্তার তাঁর হবু বর শাহিন খানের বাড়িতে অনশন শুরু করেন। অনশন অবস্থায় বুধবার রাতে ওই ছাত্রীকে শাহিনের পরিবারের লোকজন বাড়ি থেকে বেড় করে দিতে ব্যাপক মারধর করে। পরে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, ২০১৪ সালে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় এলাকায় মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওরফে জাকু খানের ছেলে শাহিন খানের সঙ্গে জাকু খানের ছোট ভায়রা খোরশেদ আলমের কলেজ পড়–য়া মেয়ে তাসলিমার সঙ্গে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়। শাহীন খানের পরিবার মেয়েটিকে তাদের ছেলের বউ হিসেবে মেনেও নেয়। ওই সময় মেয়েটির বিয়ের বয়স না হওয়ায় তাদের বিয়েটি রেজিস্ট্রি (কাবিন) করা হয়নি বলে তারা জানান। এরপর থেকেই শাহীন খান ও তাসলিমার মধ্যে প্রথমে প্রেম ও পরে স্বামী-স্ত্রী সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন তারা স্বামী স্ত্রী হিসেবেই মেলামেশা করেছেন। মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় শাহিন ও তাসলিমার বিয়ের প্রস্তুতির বিষয়ে আলোচনাকালে উভয় পরিবারের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরে শাহীনের পরিবারের সিদ্ধান্তে ওই মেয়ে ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন । মঙ্গলবার বিষয়টি নিষ্পত্তি করতে গ্রাম্য সালিশে তাদের পূর্বের সব সম্পর্কই অস্বীকার করেন শাহীনের পরিবার।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।