এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মকবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই ওয়ার্ডের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই ছবুর মিয়া বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে মকবুল হোসেন ও প্রতিবেশী মৃত আবদুল বারেকের ছেলে জুলহাস উদ্দিনের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে জুলহাস ও তার লোকজন বৃদ্ধ মকবুল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে মকবুল হোসেনকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই আবদুস ছবুর মিয়া (৭০) বলেন-আমার ভাইকে যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন বলেন, শুনেছি জুলহাস ও মকবুললের মধ্যে দস্তাদস্তির এক পর্যায়ে মকবুল হোসেন স্টোক করে মারা গেছেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) শামসুল আলম বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।