নাছিরুল ইসলাম: টাঙ্গাইলের সখীপুর উপজেলার চতল বাইদ গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য ভাববৈঠকী বাউল গান। কনকনে শীত উপেক্ষা করে ব্যক্তি উদ্দ্যেগে আলহাজ্ব আবদুল হালিম পীর সাহেবের বাড়ির আঙ্গিনায় মঙ্গলবার রাত ব্যাপী এ বাউল গান অনুষ্ঠিত হয়। বাউল সংস্কৃতি বাঁচিয়ে রাখতে আর নিজেদের আত্নশুদ্ধির জন্য প্রতি বছর এই ধরণের আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটির সদস্য নাছিরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত দর্শক শ্রোতাদের বাউল গানে মাতিয়ে রাখেন বাউল শিল্পীরা। শুরুতেই বাদ্য যন্ত্রের মাধ্যমে দেশীয় গানের সুরের ঝঙ্কার তুলে অনুষ্ঠানের সূচনা করেন বাদকরা। এরপর ঢাকা থেকে আগত আরিফ দেওয়ান ও শেরপুর থেকে আগত পাগল তারা সরকার গুরু ও শিষ্যের মনোমুগ্ধকর পালা গান পরিবেশন করেন। ভাব বৈঠকী বাউল গানের আয়োজক আবদুল হালিম পীর সাহেব জানান, দেশীয় সংস্কৃতির লালন, চর্চা ও বিকাশের লক্ষে প্রতি বছর নিজ উদ্দ্যেগে গুরুর নির্দেশে এলাকাবাসীর সহযোগীতায় এ বৈঠকী গানের আয়োজন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।