এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ভীমরুলের হুলে পল্লী বিদ্যুতের কর্মচারীসহ ৮ পথচারী গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় তারা ভীমরুলের কবলে পড়েন। পরে গুরুতর আহত পল্লী বিদ্যুতের কর্মচারী সোহেল রানা (২২), আবুবকর সিদ্দিক (২৫),আবদুস ছবুর মিয়া ( ২৪), পথচারী মহর আলী (৬৫), রাসেল আহমেদ (১০) কে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সোহেল রানা বলেন, কাজ করার সময় হঠাৎ একঝাঁক ভীমরুল আমাদের ওপর আক্রমন করে। সখীপুর উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. রাফিউল করিম খান বলেন, ভীমরুলের হুলে আহতদের চিকিৎসা চলছে। তারা প্রত্যেকেই এখন আশঙ্কামুক্ত।