এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে গাঁজা বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাস করে বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে-উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবদুল ছালাম ছালু (৫৫) এবং তক্তারচালা বাজার এলাকার আবদুল বারেকের স্ত্রী জরিনা আক্তার (৩৮)।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।