সোমবার, অক্টোবর ৭, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জুয়ারীকে জরিমানা

সখীপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ জুয়ারীকে জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার দায়ে পাঁচ জনের প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে এ সাজা দেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কচুয়া বেপারিপাড়া এলাকায় একটি চায়ের দোকানে জুয়া খেলার সময় সখীপুর থানা-পুলিশ তাঁদের আটক করে। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জাফর আহমেদ (৩৫), সিরাজ মিয়া (২৬), মো. বেলায়েত হোসেন (৩৬), আবদুর রশিদ (৪২) ও জামাল উদ্দিন (৫০)। এঁদের প্রত্যেকের বাড়ি উপজেলার কচুয়া পশ্চিম পাড়া গ্রামে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -