রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে অর্থদন্ড

সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে অর্থদন্ড

এম সাইফুল ইসলাম শাফলুুঃ টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার ইছাদিঘী গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে শহীদ হোসেন (২৬), লিটন মিয়ার ছেলে জুয়েল রানা (১৮) এবং কীর্তণখোলা গ্রামের শমসের আলীর ছেলে রতন মিয়া (২৫)এবং ফারুক হোসেনের ছেলে শাহীনুর ইসলাম(১৮)।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া বাজার এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয় জনতা ওই চার বখাটেকে আটক করে পুলিশে দেয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে রতন মিয়া ও শহীদ হোসেনকে ৩ হাজার টাকা করে এবং শাহীনুর ও জুয়েল রানাকে ৩’শ টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, মাদকসেবনের দায়ে চার মাদকসেবীকে ৬ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -