নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের মনোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ ব্যাপক গণসংযোগ করছেন।
বৃহস্পতিবার তিনি সখীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে শেখ হাসিনা সরকারের নানা সাফল্য ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন। এছাড়াও তিনি পৌর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি পথসভায় বক্তব্য প্রদানকালে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।