সখীপুরে মাদকসেবীর দায়ের কুপে ব্যবসায়ী গুরুতর আহত

0
107

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবী আবু সাঈদের দায়ের কুপে ব্যবসায়ী দেওয়ান শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা মাদকসেবী আবু সাঈদকে আটক করে পুলিশে দেন। গুরুতর আহত দেওয়ান শরিফুল ইসলামকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত ব্যবসায়ীর ভাই দেওয়ান মিন্টু মিয়া জানান, মাদকের টাকার জন্য প্রায়ই আবু সাইদ আমাদের কাছে টাকা চাইতে আসে। ঘটনার দিন নেশার টাকা না পেয়ে দা নিয়ে আমার ভাইকে কুপিয়ে গুরুতর আহত করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, অভিযুক্ত সাইদ মিয়াকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদকসেবনের ফলে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে চিকিৎসার জন্য পাবনায় পাঠানো হয়েছে।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ ওই মাদকসেবীকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।