শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মাদক ইভটিজিং সচেতনতা ও প্রতিরোধ সমাবেশ

সখীপুরে মাদক ইভটিজিং সচেতনতা ও প্রতিরোধ সমাবেশ

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে গণসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার গড়গোবিন্দপুর বাগানচালা মসজিদ ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মসজিদ ভিত্তিক আটটি সমাজের সমন্বয়ে এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম তালুকদার ইয়ারুমের সভাপতিত্বে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার, সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবুহানিফ আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, পীর এনায়েত করিম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাংবাদিক শাকিল আনোয়ার, উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, সাবেক কাউন্সিলর আমীর হামজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -