এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-ইয়াবাসহ উপজেলার কুতুবপুর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে মোমেন মিয়া (১৯), জিআর মামলায় মহানন্দপুর গ্রামের আফসার আলী মিয়া ও তাঁর স্ত্রী সোমলা খাতুন, একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তুলা মিয়া, দুলাল হোসেনে স্ত্রী আমেনা বেগম এবং স্ত্রী আত্মহত্যা প্ররোচণা মামলায় কুতুবপুর গ্রামের সোনালী মিয়া।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।