বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
Homeখেলাধুলাসখীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

সখীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে খেলোয়াড় তৈরির লক্ষে মাস ব্যাপী ফুটবলের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও উপজেলা ক্রিড়া সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। স্থানীয় সৃষ্টি সংঘ মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, শান্তিকুঞ্জ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে বাছাকৃত ৩০জন খেলোয়াড়কে বাফুফের তালিকাভূক্ত প্রশিক্ষক ( কোচ) শাহজাদা মিয়া মাসব্যাপী তাদের প্রশিক্ষণ দেবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -