এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মাসিক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ‘উপজেলা প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রে’ এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভিন মিনা, মোহাম্মদ সবুর রেজা, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ওসি মাকছুদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, স্বাস্থ্য কর্মকর্তা রাফিউল করিম খান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।