শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মাহিন্দ্রের চাপায় স্কুল ছাত্রী নিহত

সখীপুরে মাহিন্দ্রের চাপায় স্কুল ছাত্রী নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রের চাপায় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী সাদিয়া আক্তার (১৫) নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে কালিয়া ইউনিয়নের বেলতলী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার ওই এলাকার আজাহারুল হকের মেয়ে। এ ঘটনায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্থানীয় জনতা রাস্তা অবরোধ করে রাখে।
জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে বেলতলী বাজারে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পাগলার মোড় থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র তাকে চাপা দিলে তার মাথার মগজ বেড়িয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাদিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক মাহিন্দ্র ভাঙচুর করে চালক লাভলুকে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, চালকে গ্রেফতার করা হয়েছে এবং মালিককেও গ্রেফতার করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -