শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে মায়ের দায়ের কোপে ছেলে আহত

সখীপুরে মায়ের দায়ের কোপে ছেলে আহত

 
টাঙ্গাইলের সখীপুরে মায়ের দায়ের কোপে মো.তুষার মিয়া (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার লাঙ্গুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুষার ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে।

পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, তুষার দীর্ঘদিন ধরে মাদকাসক্তসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। সে নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাত। আজ রোববার সকালে তুষার তার মায়ের কাছে নেশার টাকার জন্য চাপ দিলে মা সাহিদা বেগম অতিষ্ঠ হয়ে দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -