সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সখীপুরে মায়ের সঙ্গে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মায়ের সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে ও সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। জানা যায়, রবিবার সকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মায়ের সঙ্গে ওই ছাত্রীর কথা কাটাকাটি হয়। পরে না খেয়েই সে স্কুলে যায়। স্কুল থেকে ফিরে এসে দুপুর আড়াইটার দিকে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সখীপুর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, লাশ ময়না তদন্তের জন্য রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -