ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে মায়ের সাথে অভিমান করে আরেফিন জাহিদুল ইসলাম (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্র ফাাঁসিতে আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জাহিদুলের মায়ের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর জাহিদুলের মা এসে দেখেন জাহিদুলের লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, প্রাথমিক তদন্তে লাশটি আত্মত্যা মনে হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।