এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মা,নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়নের প্রায় দুই সহস্রাধিক মাদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট’র আয়োজনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মায়েদের বিনামূল্যে হিমোগ্লোবিন, ব্লাড সুগার ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।