সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
Homeজাতীয়সখীপুরে মির্জাপুরের ওসি প্রত্যাহার,খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

সখীপুরে মির্জাপুরের ওসি প্রত্যাহার,খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

সখীপুরে মোহাম্মদ আলী হত্যাকান্ড

মির্জাপুরের ওসি প্রত্যাহার,খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা মোহাম্মদ আলী সিকদার হত্যাকান্ডের ঘটনায় মামলা নিয়ে তাল বাহানা করায় অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিনের প্রত্যাহার ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান নিহতের পরিবার। শুক্রবার সকালে নিহতের ছেলে মো. হাসান আলী সিকদার, মো. মোশারফ হোসেন, মেয়ে রোকেয়া বেগম এবং মোহাম্মদ আলী’র স্ত্রী আছমা বেগম সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, ২০ এপ্রিল মোহাম্মদ আলী সিকদারকে তাঁর নিজ বাড়ি উপজেলার হতেয়া কাজিপাড়া থেকে ভাতিজা মো. রফিকুল ইসলাম ও নাতি পনির কাজী জমির বিরোধ মীমাংসার কথা বলে মোটরসাইকেল যোগে কালিয়াকৈরের মজিদপুর নিয়ে যায়।
পরদিনও মোহাম্মদ আলী বাড়ি ফিরে না আসায় ২২ এপ্রিল শনিবার মির্জাপুর থানায় ছেলে মোশারফ হোসেন সিকদার অভিযোগ করেন। ২৪ এপ্রিল সকালে রফিকুল ইসলামের বড় বোন ও পনিরের মা আছিয়া বেগম স্থানীয় ইউপি সদস্য হামিদুল হকের মোবাইল ফোনে মোহাম্মদ আলীকে হত্যা করে লাশ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে আছিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ মোহাম্মদ আলীর অর্ধ গলিত লাশ উদ্ধার করে। তারা অভিযোগ করে বলেন, মির্জাপুর থানার ওসি মাঈন উদ্দিন যথাসময়ে গুরুত্ব দিলে হয়ত মোহাম্মদ আলীকে জীবিত উদ্ধার করা যেত।
মির্জাপুর থানার ওসি মাঈদ উদ্দিন কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানান। তবে তিনি মৌখিক অভিযোগ পেয়ে মোহাম্মদ আলীকে উদ্ধারে কাজ করেছেন বলে জানান।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, মঙ্গলবার লাশ উদ্ধারের পর সখীপুর থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -