সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মুক্তিযোদ্ধাদের নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন

সখীপুরে মুক্তিযোদ্ধাদের নতুন ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে বহুরিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালিদাস বাজারে এ ভিত্তি প্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমও গণি’র সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা কমা-ার জহিরুল হক ডিপটি, উপজেলা ডেপুটি কমা-ার শফিকুল ইসলাম বিএসসি, মুক্তিযোদ্ধা এসএম আমজাদ হোসেন, এসএম আবদুল্লাহ, আবদুল হালিম সরকার লাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -