মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মুক্তিযোদ্ধা কাজী জয়নুল আবেদীনের মৃত্যু

সখীপুরে মুক্তিযোদ্ধা কাজী জয়নুল আবেদীনের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা কাজী জয়নুল আবেদীন হাদী (৯৮) মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার সকাল ১১.২০ মিনিটে ফুস ফুস জনিত সমস্যায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তাঁর মৃত্যু হয়। নিহত কাজী জয়নুল আবেদীন হাদী সখীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম ওরফে কাজী বাদলের বাবা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিহতের লাশ সন্ধ্যা ৬ টায় সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -