মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeঅপরাধসখীপুরে মুদি দোকানে মাদকসেবীর হামলা, ভাংচুর, লুটপাট

সখীপুরে মুদি দোকানে মাদকসেবীর হামলা, ভাংচুর, লুটপাট

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে মাদকসেবীরা। এ সময় তাদের বাধা দেওয়ায় ব্যবসায়ী ছানোয়ার হোসেন আহত হয়েছেন।

সরেজমিনে ও এলাকাবাসীরা জানান, রোববার সন্ধ্যায় উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুংগারচালা বাজারে ব্যবসায়ী ছানোয়ার হোসেনের মুদি দোকানে অতর্কিত হামলা চালায় মাদকসেবীরা। ছানোয়ার হোসেন ওই এলাকার আবুল হোসেনের ছেলে এবং পুলিশ সদস্য ছোবহার মিয়ার সহোদর।

স্থানীয় আঃ লীগ নেতা জামাল হোসেন বলেন, হারুন মিয়ার নেতৃত্বে চিহ্নিত মাদকসেবী বাদশ মিয়া প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে দোকানে হামলা চালায়। এসময় হামলাকারীরা নগদ টাকাসহ মালামাল নিয়ে দোকান ভাংচুর করে।

ব্যবসায়ী ছানোয়ার হোসেন বলেন, আমার দোকানে কেন হামলা ও লুট হলো আমি জানি না। ঘটনার ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার ও থানায় মামলা রুজু হয়নি।

তিনি আরও বলেন, পুলিশ পরিবারের দোকানে একজন মাদক ব্যবসায়ী হামলা হয়। হামলার ৪৮ ঘন্টায় পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোন আসামি গ্রেপ্তার ও থানায় মামলা রুজু করেনি। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।
আমি এ ঘটনার বিচার চাই।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -