নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতা বাড়াতে ব্যতিক্রমী মেধাভিত্তিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে।
গত বৃহস্পতিবার ওই কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদারের আনুষ্ঠানিকভাবে ছাত্র সংসদের ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ আত্মপ্রকাশ ঘটে।
কলেজটিতে বার্ষিক পরীক্ষায় একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বরধারী শাফিউল মাহিম রুপম ভিপি (সহসভাপতি) ও নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বরধারী উম্মে কুলসুম মোহনাকে জি এস (সাধারণ সম্পাদক) নির্বাচিত করা হয়। ঘোষিত ছাত্র সংসদের অন্য সদস্যরা হলেন তৌফিকুল তামিম (এজিএস), সালমান রশিদ শুদ্ধ (সাংগঠনিক সম্পাদক), হুমায়রা হামিম (কোষাধ্যক্ষ), ফাতেমা জান্নাত কণা (ধর্মবিষয়ক সম্পাদক), ঝুমা কোচ শিপ্রা (সাহিত্য সম্পাদক) ও সাগর খান (ক্রিড়া সম্পাদক)।
এ ছাড়া ইসরাত জাহান, সাদমান কাওসার, কাইওমা জাহান, প্রতিভা সরকার, সাফায়েত আশফাক, জাকিয়া যূথী, ফাহমিদা জাহিন— সবাইকে ওই সংসদের সদস্য করা হয়েছে। সদ্য ঘোষিত জিএস উম্মে কুলসুম মোহনা প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষায় ফার্স্ট হয়ে জিএস হয়েছি বলে আমার খুবই ভালো লাগছে।’