এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে তিনবার পালিয়ে যাওয়ার পর চতুর্থবার মেয়েকে ফিরাতে না পেড়ে মা আঙ্গুরী বেগমের মিথ্যা অপহরণ মামলায় মেয়ের প্রেমিক এখন শ্রীঘরে। শনিবার রাতে ঢাকা থেকে ওই প্রেমিক যুগল জেমি আক্তার (১৭) ও আকাশ (১৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও সালিসি নামা সূত্রে জানা যায়, উপজেলার আমতৈল গ্রামের আজমতের ছেলের সাথে বেড়বাড়ি নামাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জেমি আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। প্রেমের টানে ওই ছেলের হাত ধরে এর আগেও জেমি আক্তার তিনবার বাড়ি থেকে পালিয়ে যায় , এ নিয়ে উভয় পক্ষে বেশ কয়েকবার শালিসি বৈঠক হয়। চতুর্থবার ওই প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ায় মেয়ের সাথে না পেরে প্রেমিক আকাশকে শায়েস্তা করতে আদালতে অপহরণ মামলা করেন জেমির মা আঙ্গুরী বেগম।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বলেন, অপহৃতাসহ দুইজনকে আাটক করে টাঙ্গাইল আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।