বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মোখতার আলী তালুকদারের ৯ম মৃত্যু বার্ষিকী উদ্যাপন

সখীপুরে মোখতার আলী তালুকদারের ৯ম মৃত্যু বার্ষিকী উদ্যাপন

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সাবেক সাংসদ প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের বাবা টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) বর্তমান এমপি অনুপম শাহজাহানের দাদা বিশিষ্ট্য দানবীর আলহাজ্ব মোখতার আলী তালুকদারের ৯ম মৃত্যু বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ দিবস উপলক্ষে ২৮ আগস্ট সোমবার সকালে প্রয়াতের কবর জিয়ারত, পুষ্পাস্তবক অর্পণ এবং বিকেলে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ, সখীপুর পিএম পাইলট বালক স্কুল এন্ড কলেজ, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, সৃষ্টিসংঘ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনাসভা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রয়াতের ছেলে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবু’র সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, মুক্তিযোদ্ধা কমা-ার এমও গণি, বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসেন প্রমুখ অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -