এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল চুরি করার সময় হাফিজুল ইসলাম জাহিদ (২৯) নামের এক চোরকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে জনতা। রোববার সন্ধ্যায় সখীপুর পৌরসভার এতিমখানা রোডের এমদাদ মাস্টারের বাসার সামনে এ ঘটনা ঘটে। ধৃত চোর ময়মনসিংহের ফুলবাড়িয়ার কুশমাইল দেওয়ানীপাড় এলাকার শাহাদ আলী মন্ডলের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম রোববার সন্ধ্যায় সখীপুর পৌরসভার এতিমখানা রোডের এমদাদ মাস্টারের বাসার সামনে তাঁর ব্যবহৃত ১৫০ সিসি পালসার মোটরসাইকেল রাখলে কৌশলে তালা ভেঙে চোর ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। পরে গণ ধোলাইয়ের পর চোরকে পুলিশে দেয় জনতা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে। চোরকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।