এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সজিব মিয়া (২২) নামের এক আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের সাড়াশিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাত দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সজিব মিয়া ওই গ্রামের নহর আলীর ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সসদ্য সজিব মিয়াকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।