সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

0
107

এম সাইফুল ইসলাম শাফলু : সখীপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (৩৫) নামের এক যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কালিহাতির যমুনার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন সখীপুর উপজেলার হতেয়া গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে এবং হাতীবান্ধা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সাব্বির ডাক্তার দেখাতে মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জের উদ্যেশে রওনা হলে কালিহাতির যমুনার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।