নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে মাদক, যৌনহয়রানি, বাল্যবিবাহ প্রতিরোধসহ জরুরি প্রয়োজনে মোবাইলকোর্টের বিধান চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘গুডলাক’ নামের একটি সামাজিক সংগঠন। বুধবার বিকালে সখীপুর প্রেসক্লাবে ওই সংগঠনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফজলুল হক বাপপা। লিখিত বক্তব্যে বলা হয়, এলাকায় মাদকবিরোধী পরিবেশ সৃষ্টি, যৌনহয়রানি, বাল্যবিবাহ, জুয়াখেলা, ভেজালবিরোধী ও সামাজিক অবজ্ঞয়রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনে মোবাইলকোর্ট অগ্রণী ভূমিকা রাখে। সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থে মোবাইলকোর্টের বিধান চালু রাখার দাবি জানানো হয়। এ আইনটি বাতিল হলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হবে।