মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সখীপুরে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় মায়ের সাথে অভিমান করে তানিয়া আক্তার (১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার কালমেঘা চৌরাস্তা দানীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া ওই গ্রামের প্রবাসী আমিনুর রহমানের মেয়ে এবং বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয় তানিয়ার। এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা এক বোতল কীটনাশক (বিষ) খেয়ে নেয় তানিয়া। গুরুতর অসুস্থ্য অবস্থায় রাতে সখীপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -