রবিবার, ডিসেম্বর ১, ২০২৪
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে মোম জ্বালিয়ে ধর্ষণের প্রতিবাদ

সখীপুরে মোম জ্বালিয়ে ধর্ষণের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি: সারা দেশের মত টাঙ্গাইলের সখীপুরেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের  প্রতিবাদ জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল সখীপুর শাখা  এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপি এ প্রতিবাদ সমাবেশে  উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমও গণি, সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার,  সাধারণ সম্পাদক এনামুল হক,  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল সখীপুর শাখার সভাপতি হারুন আজাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, উপজেলা সিএনজি শ্রমিক সমিতির সভাপতি হাফিজুর রহমান হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ধর্ষণে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -