বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeআন্তর্জাতিকসখীপুরে যুব সমন্বের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সখীপুরে যুব সমন্বের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে  যুব সমন্বয়ের দিনব্যাপী দ্বি বার্ষিক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়লী বাজারে যুব সমন্বয় সংগঠন এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, বোয়ালী বাজার বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি ও বি এল এস চাষী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সেলিম মাহমুদ। এ সময় অন্যদের মধ্যে বিআরডিবি দুইবারের ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, বোয়ালী বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম হায়দার, বি এল এস উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্বাস আলী, সমাজসেবক হায়দার আলী, বণিক সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন, বণিক সমিতির ক্যাশিয়ার আজাহার আলী, সংগঠনের আমির মুফতি ইমরান হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমন্বয় সংগঠনের সকল সদস্যবৃন্দ।

ক্যাম্পে  আগত দুই শতাধিক  রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন  সার্জারী বিশেষজ্ঞ ডাঃ ডি আই রেজাউল করিম,গাইনী এন্ড অবস আর্মড ফোর্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানা ফেরদৌস চাঁদনী। ক্যাম্পের পৃষ্ঠপোষক ছিলেন, সৌদি আরব প্রবাসী জীবন পারভেজ।

সংগঠনের সভাপতি সজল আহমেদ বলেন, বোয়ালী যুব সমন্বয়ের উদ্যোগে সামাজিক উন্নয়ন ও সেবামূলক  কাজে অংশ নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প, অসহায় মানুষকে আর্থিক অনুদান, ঈদ বস্ত্র বিতরণ, অসহায় বিধবা মানুষের পাশে দাড়ানো, শিক্ষা সামগ্রী বিতরণ এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশ‌ নেয়া।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -